ঢাকা বোর্ড ২০২৩
অপপ্রয়োগ:- দৈন্যতা প্রশংসনীয় নয়।
শুদ্ধপ্রয়োগ:- দীনতা প্রশংসনীয় নয়।
অপপ্রয়োগ:- দশচক্রে ঈশ্বর ভূত ।
শুদ্ধপ্রয়োগ:-দশচক্রে ভগবান ভূত ।
অপপ্রয়োগ:- শুধুমাত্র কথায় কাজ হবে না।
শুদ্ধপ্রয়োগ:-
অপপ্রয়োগ:-তার কথাই প্রমাণ হলো ।
শুদ্ধপ্রয়োগ:-তার কথাই প্রমাণিত হলো।
অপপ্রয়োগ:- তিনি স্বস্ত্রীক এসেছেন।
শুদ্ধপ্রয়োগ:-
অপপ্রয়োগ:- রিমা ভয়ঙ্কর মেধাবী।
শুদ্ধপ্রয়োগ:-রিমা অত্যন্ত মেধাবী।
অপপ্রয়োগ:- করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি ।
শুদ্ধপ্রয়োগ:-
অপপ্রয়োগ:-পরবর্তীতে এ বিষয়ে কথা হবে।
শুদ্ধপ্রয়োগ:-
অপপ্রয়োগ :-তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার ।
শুদ্ধপ্রয়োগ:-তার বৈমাত্রেয় ভাই ডাক্তার ।
অপপ্রয়োগ :- সাবধান পূর্বক চলবে ।
শুদ্ধপ্রয়োগ;- সাবধানে চলবে ।
অপপ্রয়োগ :-উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় ।
শুদ্ধপ্রয়োগ;-উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয় ।
অপপ্রয়োগ :- আপনি স্বপরিবারে আমন্ত্রিত ।
শুদ্ধপ্রয়োগ;- আপনি সপরিবারে আমন্ত্রিত ।
অপপ্রয়োগ :-কুপুরুষের মতো কথা বলছো কেন?
শুদ্ধপ্রয়োগ;-কাপুরুষের মতো কথা বলছো কেন?
অপপ্রয়োগ :-বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয় ।
শুদ্ধপ্রয়োগ;- বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয় ।
অপপ্রয়োগ :- বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
শুদ্ধপ্রয়োগ;- বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে ।
অপপ্রয়োগ :- তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয় ।
শুদ্ধপ্রয়োগ:- তৎকালীন তার ভূমিকা সমালোচিত হয় ।
ঢাকা বোর্ড ২০২৩
অপপ্রয়োগ :-অদ্যবধি তাহার দেখা নাই
শুদ্ধপ্রয়োগ;- অদ্যাবধি তাহার দেখা নাই
অপপ্রয়োগ :অধ্যক্ষ সাহেব স্বপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন
শুদ্ধপ্রয়োগ;- অধ্যক্ষ সাহেব সপরিবারে কক্সবাজার বেড়াতে গেছেন
ময়মনসিংহ বোর্ড ২০২২
অপপ্রয়োগ :-সে শিরোপীড়ায় ভুগছেন ।
শুদ্ধপ্রয়োগ:-তিনি শিরঃপীড়ায় ভোগছেন ।
অপপ্রয়োগ :- আমি সাক্ষী দিচ্ছি।
শুদ্ধপ্রয়োগ:- আমি সাক্ষ্য দিচ্ছি।
অপপ্রয়োগ :- সকল মানুষেরা ভুল করে থাকে। .
শুদ্ধপ্রয়োগ:-সকল মানুষ ভুল করে থাকে।
অপপ্রয়োগ :- অতি লোভে গরিব নষ্ট ।
শুদ্ধপ্রয়োগ:-অতি লোভে তাঁতি নষ্ট ।
অপপ্রয়োগ :- তাহার সাথে আমার সখ্যতা রয়েছে।
শুদ্ধপ্রয়োগ:- তার সাথে আমার সখ্য রয়েছে।
অপপ্রয়োগ :- ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করিল । .
শুদ্ধপ্রয়োগ:-ছেলেটি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল ।
অপপ্রয়োগ :- তিনি আরোগ্য হয়েছেন ।
শুদ্ধপ্রয়োগ:-তিনি আরোগ্য লাভ করেছেন ।
অপপ্রয়োগ :- তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন ।
শুদ্ধপ্রয়োগ:- তিনি সপরিবারে ঢাকায় থাকেন।
রাজশাহী বোর্ড ২০২২
অপপ্রয়োগ :-তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি
শুদ্ধপ্রয়োগ:-তাকে দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি।
অপপ্রয়োগ :-বিধি লঙ্ঘন হয়েছে ।
শুদ্ধপ্রয়োগ:- বিধি লঙ্ঘিত হয়েছে।
অপপ্রয়োগ :- চোখে হলুদ ফুল দেখছি ।
শুদ্ধপ্রয়োগ:-চোখে সরষে ফুল দেখছি।
অপপ্রয়োগ :-এ কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধপ্রয়োগ:-এ কথা প্রমাণিত হয়েছে।
অপপ্রয়োগ :-তিনি স্বপরিবারে ঢাকায় থাকেন।
শুদ্ধপ্রয়োগ:-তিনি সপরিবারে ঢাকায় থাকেন।
অপপ্রয়োগ :-তার পানিতে সমাধি হয়েছে।
শুদ্ধপ্রয়োগ:- তার সলিলসমাধি হয়েছে।
অপপ্রয়োগ :-দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছতা সাধন দরকার।
শুদ্ধপ্রয়োগ:- দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য সকল পর্যায়ে কৃচ্ছ্র সাধন দরকার।
অপপ্রয়োগ :- উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় ।
শুদ্ধপ্রয়োগ:-উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয় ।
কুমিল্ল বোর্ড ২০২২
অপপ্রয়োগ :-বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধপ্রয়োগ:-বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অপপ্রয়োগ :- এক পৌষে শীত যায় না ।
শুদ্ধপ্রয়োগ:-এক মাঘে শীত যায় না ৷
অপপ্রয়োগ :-. ঘটনাটি অত্যান্ত লজ্জাকর ।
শুদ্ধপ্রয়োগ:- ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।
অপপ্রয়োগ :- শিক্ষক অন্যান্য বিষয়সমূহের আলোচনা করলেন।
শুদ্ধপ্রয়োগ:- শিক্ষক অন্যান্য বিষয়ের আলোচনা করলেন
অপপ্রয়োগ :-তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান ।
শুদ্ধপ্রয়োগ:- তিনি বাঙালির শ্রেষ্ঠ সন্তান ।
অপপ্রয়োগ :-এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
শুদ্ধপ্রয়োগ:-এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়।
অপপ্রয়োগ :-আমার বাড়ি ঢাকায় নয়, ময়মনসিংহ।
শুদ্ধপ্রয়োগ:- আমার বাড়ি ঢাকায় নয়, ময়মনসিংহে।
অপপ্রয়োগ :- উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয় ।
শুদ্ধপ্রয়োগ:-উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
দিনাজপুর বোর্ড ২০২২
অপপ্রয়োগ :- অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধপ্রয়োগ:-অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
অপপ্রয়োগ :- সুশিক্ষিত ব্যক্তিমাত্রই সশিক্ষিত ।
শুদ্ধপ্রয়োগ:- সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত।
অপপ্রয়োগ :- অপরাহ্ন লিখতে অনেকেই ভুল করে ।
শুদ্ধপ্রয়োগ:-অপরাহ্ণ লিখতে অনেকেই ভুল করে ।
অপপ্রয়োগ :- আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
শুদ্ধপ্রয়োগ:-আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।
অপপ্রয়োগ :- এটা লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধপ্রয়োগ:- এটা লজ্জাকর ব্যাপার ।
অপপ্রয়োগ :- বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ ।
শুদ্ধপ্রয়োগ:- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
অপপ্রয়োগ :- নিরোগী লোক আসলে সুখী ।
শুদ্ধপ্রয়োগ:-নিরোগ লোক আসলে সুখী ।
অপপ্রয়োগ :- সব ছাত্ররা উপস্থিত আছে ।
শুদ্ধপ্রয়োগ:- সব ছাত্র উপস্থিত আছে।
দিনাজপুর বোর্ড ২০২২
অপপ্রয়োগ :-স্যারের কথা প্রমাণ হয়েছে।
শুদ্ধপ্রয়োগ:- স্যারের কথা প্রমাণিত হয়েছে।
অপপ্রয়োগ :-একের লাঠি দশের বোঝা।
শুদ্ধপ্রয়োগ:- দশের লাঠি একের বোঝা।
অপপ্রয়োগ :- সকাল সকাল চারাগুলো বপন করা হয়ে গেল ।
শুদ্ধপ্রয়োগ:- সকাল সকাল চারাগুলো রোপণ হয়ে গেল।
অপপ্রয়োগ :-অপরাহ্ন লিখতে কেউ কেউ ভূল করে।
শুদ্ধপ্রয়োগ:-অপরাহ্ণ লিখতে কেউ কেউ ভুল করে।
অপপ্রয়োগ :-সকল ছাত্ররাই দেশের ভবিষ্যৎ।
শুদ্ধপ্রয়োগ:-ছাত্ররাই দেশের ভবিষ্যৎ ।
অপপ্রয়োগ :-প্রাণীবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণীসমাবেশে যাবেন।
শুদ্ধপ্রয়োগ:- প্রাণিবিজ্ঞানের তিনজন শিক্ষকই গুণীসমাবেশে যাবেন।
অপপ্রয়োগ :-বেপরোয়া গাড়ি চালাবেন না ।
শুদ্ধপ্রয়োগ:-বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না।
অপপ্রয়োগ :-সকাল হইতে বৃষ্টি হচ্ছে।
শুদ্ধপ্রয়োগ:-সকাল হতে বৃষ্টি হচ্ছে।