প্রথম অধ্যায়
সমাজবিজ্ঞানের সংজ্ঞা
প্রশ্ন-১. সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কখন?
উত্তর: সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল উনবিংশ শতকের মধ্যভাগে ।
প্রশ্ন-২. সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে সর্বকনিষ্ঠ শাস্ত্র কোনটি?
উত্তর: সামাজিক বিজ্ঞানসমূহের মধ্যে সর্বকনিষ্ঠ শাস্ত্র হচ্ছে সমাজবিজ্ঞান ।
প্রশ্ন-৩. সমাজবিজ্ঞান কী?
উত্তর: বিজ্ঞানের যে শাখা মানবাচরণ ও সমাজ সম্পর্কে পঠন-পাঠন এবং গবেষণা করে তাই সমাজবিজ্ঞান
প্রশ্ন-৪. কোন কোন শব্দের সমন্বয়ে 'Sociology' শব্দটির উৎপত্তি হয়েছে?
উত্তর: ল্যাটিন শব্দ 'Socius' এবং গ্রিক শব্দ 'Logos'-এর সমন্বয়ে ইংরেজি ‘Sociology' শব্দের উৎপত্তি হয়েছে ।
প্রশ্ন-৫. “সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে।”— সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানীর? সকল বোর্ড ১৫, ব. বো.. রা. বো. ১৭
উত্তর: “সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে।”— সংজ্ঞাটি আমেরিকান সমাজবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভারের।
প্রশ্ন-৬. 'সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান'— সংজ্ঞাটি কার?
সকল বোর্ড ১৯; ঢা. বো., দি বো, সি. বো., য. বো. ১৮; ঢা. বো., দি.বো., কু. বো., চ. বো., সি. বো., য. বো. ১৭
উত্তর: 'সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান’– সংজ্ঞাটি ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের ।
সমাজবিজ্ঞানের প্রকৃতি
প্রশ্ন-৭. কোন শাস্ত্রকে সমাজের সর্বজনীন পাঠ হিসেবে গণ্য করা হয়?
উত্তর: সমাজবিজ্ঞানকে সমাজের সর্বজনীন পাঠ হিসেবে গণ্য করা হয়।
প্রশ্ন-৮. সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য কী?
উত্তর: সমাজবিজ্ঞানের প্রধান লক্ষ্য হলো সামাজিক সম্পর্ক বিশ্লেষণ ।
প্রশ্ন-৯. সামাজিক বিজ্ঞানের কোন শাখাটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান হিসেবে বিবেচিত হয়?
উত্তর: সামাজিক বিজ্ঞানের সমাজবিজ্ঞান শাখাটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান হিসেবে বিবেচিত হয় ।
প্রশ্ন-১০. সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?
উত্তর: সমাজকাঠামো হলো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় ।
সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি
প্রশ্ন-১১. অগাস্ট কোঁৎ আলোচ্য বিষয়ের দিক থেকে সমাজবিজ্ঞানকে কয়ভাগে ভাগ করেন?
উত্তর: ফরাসি সমাজতাত্ত্বিক অগাস্ট কোঁৎ আলোচ্য বিষয়ের দিক থেকে সমাজবিজ্ঞানকে দুইভাগে ভাগ করেন ।
প্রশ্ন-১২. সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কী?
উত্তর: সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে সমাজবদ্ধ মানুষের বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্ক।
প্রশ্ন-১৩. কখন নগর সমাজবিজ্ঞানের বিকাশ ঘটে?
উত্তর: বিংশ শতকের প্রথম ধাপে নগর সমাজবিজ্ঞানের বিকাশ ঘটে।
প্রশ্ন-১৪. কোন মতবাদ গোষ্ঠী সমাজ বিশ্লেষণে প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি অনুসরণ করার ওপর গুরুত্ব দেন? উত্তর: দৃষ্টবাদী মতবাদ গোষ্ঠী সমাজ বিশ্লেষণে প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি অনুসরণ করার ওপর গুরুত্ব দেন।
প্রশ্ন-১৫. 'The Ancient Regime and the French Revolution' গ্রন্থের লেখক কে?
উত্তর: 'The Ancient Regime and the French Revolution' গ্রন্থের লেখক ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাসবিদ এলেক্সিস ডি টকভিলে
সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা
প্রশ্ন-১৬. উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে হলে কোন শাস্ত্রের জ্ঞান একান্ত প্রয়োজনীয় ?
উত্তর: উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজনীয়।
প্রশ্ন-১৭. কীসের অভাবে সমাজকে তার বাস্তব রূপ দেওয়া অসম্ভব?
উত্তর: সামাজিক জ্ঞানের অভাবে সমাজকে তার বাস্তব রূপ দেওয়া অসম্ভব।
প্রশ্ন-১৮. সামাজিক সমস্যার সমাধানে কোন শাস্ত্রটির অধ্যয়ন প্রয়োজন?
উত্তর: সামাজিক সমস্যার সমাধানে সমাজবিজ্ঞানের অধ্যয়ন প্রয়োজন ।
সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও বিকাশধারা
প্রশ্ন-১৯. প্লেটো তার কোন গ্রন্থে আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা প্রকাশ করেছেন?
উত্তর: গ্রিক দার্শনিক প্লেটো তার 'The Republic' গ্রন্থে আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা প্রকাশ করেছেন ।
প্রশ্ন-২০. ইবনে খালদুনের ব্যবহৃত কোন প্রত্যয়টি সমাজবিজ্ঞানের প্রতিশব্দ হিসেবে বিবেচনা করা হয়? উত্তর: ইবনে খালদুনের ব্যবহৃত ‘আল-উমরান' প্রত্যয়টি সমাজবিজ্ঞানের প্রতিশব্দ হিসেবে বিবেচনা করা হয়।
প্রশ্ন-২১. সমাজবিজ্ঞানের জনক কে? /ঢা বো., রা. বো., দি. বো, চ. বো, সি. বো, য. বো. ১৯/
উত্তর: সমাজবিজ্ঞানের জনক ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।
প্রশ্ন-২২. 'Sociology' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ ১৮৩৯ খ্রিষ্টাব্দে 'Sociology' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ।
প্রশ্ন-২৩. ‘The New Science' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The New Science' গ্রন্থটির রচয়িতা ইতালিয়ান রাজনৈতিক দার্শনিক, ঐতিহাসিক ও আইনবিদ গিয়ামবাতিস্তা ভিকো ।
প্রশ্ন-২৪. জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর: জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন ইংরেজ প্রকৃতিবিদ চার্লস ডারউইন ।
প্রশ্ন-২৫. কাকে সমাজবিজ্ঞান ও সমাজতন্ত্রের অন্যতম আদি প্রবক্তা বলে গণ্য করা হয়?
উত্তর: ফরাসি দার্শনিক সেন্ট সাইমনকে সমাজবিজ্ঞান ও সমাজতন্ত্রের অন্যতম আদি প্রবক্তা বলে গণ্য করা হয় ।
প্রশ্ন-২৬. 'Social Reform in France' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: 'Social Reform in France' গ্রন্থের রচয়িতা হলেন ফরাসি সমাজবিজ্ঞানী ফ্রেডারিখ লো প্লে ।
প্রশ্ন-২৭. 'Utopia' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: 'Utopia' গ্রন্থের রচয়িতা হলেন ইংরেজ সমাজ-দার্শনিক টমাস মুর।
প্রশ্ন-২৮. 'Wealth of Nation' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: 'Wealth of Nation' গ্রন্থের রচয়িতা হলেন স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ।
প্রশ্ন-২৯. দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর সমাজবিজ্ঞানের বিকাশ প্রক্রিয়া কার মাধ্যমে সূচিত হয়েছিল?
উত্তর: দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর সমাজবিজ্ঞানের বিকাশ প্রক্রিয়া আমেরিকান সমাজবিজ্ঞানী ট্যালকট পারসন্সের মাধ্যমে সূচিত হয়েছিল।
নৃবিজ্ঞান – সমাজবিজ্ঞান
প্রশ্ন-৩০. বুৎপত্তিগতভাবে নৃবিজ্ঞানের অর্থ কী?
উত্তর: বুৎপত্তিগতভাবে নৃবিজ্ঞানের অর্থ হলো 'মানুষ সম্পর্কিত পাঠ'।
প্রশ্ন-৩১. নৃবিজ্ঞানের বিষয়বস্তুকে কয়ভাগে ভাগ করা হয়?
উত্তর: নৃবিজ্ঞানের বিষয়বস্তুকে দুইভাগে ভাগ করা হয়। যথা— দৈহিক নৃবিজ্ঞান এবং সাংস্কৃতিক বা সামাজিক নৃবিজ্ঞান ।
প্রশ্ন-৩২. সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত কোন দুটি শাস্ত্রকে 'জমজ বোন' হিসেবে অভিহিত করা হয়?
উত্তর: সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান শাস্ত্রকে 'জমজ বোন' হিসেবে অভিহিত করা হয়।
- রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান
প্রশ্ন-৩৩. কোন শাস্ত্রের সম্যক জ্ঞান ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ অনুধাবন প্রায় অসম্ভব?
উত্তর: সমাজবিজ্ঞানের সম্যক জ্ঞান ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের স্বরূপ অনুধাবন প্রায় অসম্ভব।
প্রশ্ন-৩৪, রাষ্ট্রবিজ্ঞানে মানুষকে কী হিসেবে ধরে নেয়া হয়?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানে মানুষকে রাজনৈতিক জীব হিসেবে ধরে নেয়া হয়।
প্রশ্ন-৩৫. আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে গণ্য করা হয় কোন শাস্ত্রকে?
উত্তর: আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে গণ্য করা হয় রাষ্ট্রবিজ্ঞানকে ।
অর্থনীতি—সমাজবিজ্ঞান
প্রশ্ন-৩৬. কোন বিষয়কে উপেক্ষা করে অর্থনীতির আলোচনা করা সম্ভব নয়?
উত্তর: সামাজিক পারিপার্শ্বিকতাকে উপেক্ষা করে অর্থনীতির আলোচনা করা সম্ভব নয় ।
প্রশ্ন-৩৭, সমাজের মৌল কাঠামো কী?
উত্তর: সমাজের মৌল কাঠামো অর্থনীতি
প্রশ্ন-৩৮. অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কয়টি?
উত্তর: অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় তিনটি। যথা- উৎপাদন, বণ্টন ও ভোগ ।
ইতিহাস-সমাজবিজ্ঞান
প্রশ্ন-৩৯, “ইতিহাস থেকে বিচ্ছিন্ন করলে সমাজবিজ্ঞান হতে পারে না”— উক্তিটি কার?
উত্তর: “ইতিহাস থেকে বিচ্ছিন্ন করলে সমাজবিজ্ঞান হতে পারে না”— উক্তিটি ডেনিশ সমাজতাত্ত্বিক ভন বোলোর।
প্রশ্ন-৪০, ইতিহাস কী?
উত্তর: ইতিহাস হলো মানবসমাজের অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ সম্ভব নয়”- উক্তিটি কার? প্রশ্ন-৪১. “ইতিহাস রচনার আগে ইতিহাসবিদদের সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে; নইলে বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা সম্ভব নয়”- উক্তিটি কার?
উত্তর: “ইতিহাস রচনার আগে ইতিহাসবিদদের সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে; নইলে বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা সম্ভব নয় উক্তিটি ইবনে খালদুনের।
মনোবিজ্ঞান-সমাজবিজ্ঞান
প্রশ্ন-৪২. সমাজ মনোবিজ্ঞানের লক্ষ্য কী?
উত্তর: সমাজ মনোবিজ্ঞানের লক্ষ্য হলো সমাজের প্রেক্ষাপটে ব্যক্তির আচরণ বা ব্যক্তিত্ব বিশ্লেষণ ।
প্রশ্ন-৪৩. সামাজিক জীব হিসেবে মানুষের মানসিক প্রক্রিয়াসমূহ নিয়ে অধ্যয়ন করে কোন শাস্ত্র?
উত্তর: সামাজিক জীব হিসেবে মানুষের মানসিক প্রক্রিয়াসমূহ নিয়ে অধ্যয়ন করে সমাজ মনোবিজ্ঞান ।
সমাজকল্যাণ-সমাজবিজ্ঞান
প্রশ্ন-৪৪. মানব সেবায় সুসংগঠিত ব্যবস্থা ও প্রতিষ্ঠানকে কী বলে?
উত্তর: মানব সেবায় সুসংগঠিত ব্যবস্থা ও প্রতিষ্ঠানকে ‘সমাজকল্যাণ' বলা হয় ।
প্রশ্ন-৪৫. সমাজকল্যাণের উদ্দেশ্য কী?
উত্তর: সমাজকল্যাণের উদ্দেশ্য হচ্ছে- সমাজজীবনে বিভিন্ন ভূমিকা পালন করতে গিয়ে মানুষ যেসব বাধা-বিপত্তির সম্মুখীন হয় সেগুলোকে সমাধান করে মানুষের সার্বিক কল্যাণ সাধন করা ।