ঢাকা বিশ্ববিদ্যালয়
ইউনিট:-খ
আসন সংখ্যা:-২৯৩৪
ন্যূনতম জিপিএ:-SSC=3.00 HSC=3.00 মোট=7.50
পরিক্ষা পদ্ধতি:-MCQ+CQ
অনুষদ,ইনস্টিটিউট,বিভাগ
কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, সমাজকল্যাণ ও গবেষণা অনুষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ, আধুনিক ভাষা ইনস্টিটিউট।
![]() |
ঢাকা বিশ্ববিদ্যালয় |
পরীক্ষার বিষয় ও নাম্বার
(ক)বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। MCQ ও লিখিত উভয় পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার মোট নম্বর- ১০০ তন্মেধ্যে MCQ-৬০ এবং লিখিত-৪০। প্রতি বিষয়ে MCQ অংশে বাংলা / Elective English-১৫, General English - ১৫ ও সাধারণ জ্ঞান- ৩০ এবং লিখিত অংশে বাংলা / Elective English ২০ ও General English - 20 নম্বর থাকবে। ***প্রতিটি ভূল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। MCQ অংশে- ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট (প্রতিটি প্রশ্নের মান - ১) এবং লিখিত অংশে- ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট বরাদ্দ থাকবে। -
(খ) বাংলায় ন্যূনতম - ৫; ইংরেজিতে ন্যূনতম ৫ এবং সাধারণ জ্ঞানে ন্যূনতম - ১০ সহ MCQ অংশে পাশ মার্ক- ২৪; এবং লিখিত অংশে ন্যূনতম ১১ নম্বর পেতে হবে। মাধ্যমিক বা সমমান পরীক্ষার GPA- ১০ ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার GPA-10। MCQ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদরে মধ্য থেকে 'খ' ইউনিট এর মোট আসনে কমপক্ষে ৫গুণ লিখিত পরীক্ষার (বর্ণনামূলক) উত্তরপত্র মূল্যায়ন করা হবে । MCQ ও লিখিত পরীক্ষার পাস মার্ক- ৪০।
মানবিক থেকে বিঙ্গান বিভাগেও পরীক্ষা দেওয়া যাবে পরীক্ষার বিষয় ও নাম্বার থাকবে:- বাংলা- ২৫, ইংরেজি-২৫, আইসিটি-২৫, (গণিত/পরিসংখ্যান/অর্থনীতি/ভূগোল/মনোবিজ্ঞান-২৫ । যেকোন একটি বিষয়ের উত্তর দিতে হবে)। আসন সংখ্যা-৫১
মানবিক থেকে ব্যবসায় শিক্ষা বিভাগেও পরীক্ষা দেওয়া যাবে পরীক্ষার বিষয় ও নাম্বার থাকবে:-বাংলা-২২, ইংরেজি-২২, আই সিটি-২২ (গণিত/পরিসংখ্যান/অর্থনীতি/ভূগোল/মনোবিজ্ঞান-৩৪ এর যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে)। আসন সংখ্যা-২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ইউনিট:-A
আসন সংখ্যা:-২০১৯
ন্যূনতম জিপিএ:-SSC=3.00 HSC=3.00 মোট=7.00
পরিক্ষা পদ্ধতি:-MCQ
ইউনিট:-A সাধারণত মানবিক বিভাগের জন্য কিন্তু সকলেই এই বিভাগে পরিক্ষা দিতে পারবে।একই প্রশ্নে সকল শাথার পরিক্ষা অনুষ্ঠিত হইবে।পরীক্ষার বিষয় ও নাম্বার :-বাংলা-৩৫, ইংরেজি-৩৫ ও সাধারণ জ্ঞান-৩০ মোট-১০০ নম্বর।
ইউনিট:-B
আসন সংখ্যা:-২২
ন্যূনতম জিপিএ:-SSC=3.50 HSC=3.50 মোট=7.50
ইউনিট:-B সাধারণত মানবিক বিভাগের জন্য কিন্তু মানবিকের ছাত্ররা এই বিভাগে পরিক্ষা দিতে পারবে।পরীক্ষার বিষয় ও নাম্বার :-বাংলা-৩৫, ইংরেজি-৩৫ ও সাধারণ জ্ঞান-৩০ মোট-১০০ নম্বর
ইউনিট:-C
আসন সংখ্যা:-
ন্যূনতম জিপিএ:-SSC=3.50 HSC=3.50 মোট=8.50
ইউনিট:-C সাধারণত বিঙ্গান বিভাগের জন্য কিন্তু মানবিকের ছাত্ররা এই বিভাগে পরিক্ষা দিতে পারবে।পরীক্ষার বিষয় ও নাম্বার :-বাংলা-৩১.২৫, ইংরেজি-৩১.২৫ও সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান-৩৭.৫০ মোট-১০০ নম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ইউনিট:-D
আসন সংখ্যা:-৯৫৮
ন্যূনতম জিপিএ:-SSC=3.50 HSC=3.50 মোট=7.50
পরিক্ষা পদ্ধতি:-MCQ
অনুষদ,ইনস্টিটিউট,বিভাগ
সমাজবিজ্ঞান অনুষদ; আইন অনুষদ; ব্যবসায় প্রশাসন অনুষদ; জীববিজ্ঞান অনুষদ; ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান
পরীক্ষার বিষয় ও নাম্বার
বাংলা- ৩০; ইংরেজি- ৩০; বিশ্লেষণ দক্ষতা ২০; সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি- ২০; মোট- ১০০ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। SSC ও HCS জিপিএয় দ্বয়ের যোগফল: ২০। ভর্তি পরীক্ষা- ১০০ নম্বরের; পাস মার্ক-৪০।