জ্ঞানমূলক
জাতিসংঘ গঠনের পটভূমি
প্রশ্ন-১. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠা লাভ করে।
প্রশ্ন-২. বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার নাম কী?
উত্তর: বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার নাম জাতিসংঘ ।
প্রশ্ন-৩. শুরুতে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল?
উত্তর: শুরুতে জাতিসংঘের সদস্যসংখ্যা ছিল ৫১টি।
প্রশ্ন-৪. কত সালে আটলান্টিক সনদ প্রণীত হয়?
উত্তর: ১৯৪১ সালে আটলান্টিক সনদ প্রণীত হয় ।
প্রশ্ন-৫. কত সালে মস্কো সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৩ সালে মস্কো সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রশ্ন-৬. কোন সম্মেলনে ভেটো নিয়ে মতবিরোধ দেখা দেয়?
উত্তর: ডাম্বারটন ওকস সম্মেলনে ভেটো নিয়ে মতবিরোধ দেখা দেয় ।
জাতিসংঘের উদ্দেশ্য ও গঠন
প্রশ্ন-৭. নিরাপত্তা পরিষদের কার্যক্রম শুরু হয় কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে নিরাপত্তা পরিষদের কার্যক্রম শুরু হয় ।
প্রশ্ন-৮. কয়টি সংস্থার সমন্বয়ে জাতিসংঘ গঠিত হয়েছে?
উত্তর: ৬টি সংস্থার সমন্বয়ে জাতিসংঘ গঠিত হয়েছে
প্রশ্ন-৯. জাতিসংঘের সদস্যসংখ্যা কত? (সকল বোর্ড ২০১৫)উত্তর: জাতিসংঘের সদস্যসংখ্যা ১৯৩।
প্রশ্ন-১০. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
প্রশ্ন-১১. কোন দেশ সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য?
উত্তর: পোল্যান্ড সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য।
প্রশ্ন-১২. কোন তারিখে জাতিসংঘ দিবস পালন করা হয়?
উত্তর: ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়।
জাতিসংঘের কার্যকলাপ
প্রশ্ন-১৩. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয় কত সালে?
উত্তর: জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে ।
প্রশ্ন-১৪, ইরাক কুয়েত দখল করে কত সালে? (সকল বোর্ড ২০১৯ )
উত্তর: ইরাক কুয়েত দখল করে ১৯৯০ সালে ।
প্রশ্ন-১৫. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? (সকল বোর্ড ২০১৮)
উত্তর: আন্তর্জাতিক আদালত ন্যাদারল্যান্ডসের (হল্যান্ড) হেগ শহরে অবস্থিত ।
প্রশ্ন-১৬, কখন অছি পরিষদের কার্যক্রম শুরু হয়?
উত্তর: ১৯৪৫ সালে অছি পরিষদের কার্যক্রম শুরু হয়।
প্রশ্ন-১৭. জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করার জন্য কয়টি অর্থনৈতিক কমিশন গঠন করে?
উত্তর: জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করার জন্য ৫টি অর্থনৈতিক কমিশন গঠন করে।
প্রশ্ন-১৮. কত সালে জাতিসংঘ নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
উত্তর: ১৯৮৮ সালে জাতিসংঘ নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
প্রশ্ন-১৯. UNESCO জাতিসংঘের কী ধরনের সংস্থা?
উত্তর: UNESCO জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
প্রশ্ন-২০. FAO জাতিসংঘের কী ধরনের সংস্থা?
উত্তর: FAO জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ।
প্রশ্ন-২১. IMF জাতিসংঘের কী ধরনের সংস্থা?
উত্তর: IMF জাতিসংঘের আন্তর্জাতিক অর্থ তহবিল সংস্থা ।
জাতিসংঘ এবং জাতিপুঞ্জ এর মধ্যকার তুলনা
প্রশ্ন-২২. লীগ অব নেশনসের ম্যান্ডেটভুক্ত কয়টি দেশের দায়িত্ব নিয়ে অছি পরিষদের কার্যক্রম শুরু হয়?
উত্তর: লীগ অব নেশনসের ম্যান্ডেটভুক্ত ১১টি দেশের দায়িত্ব নিয়ে অছি পরিষদের কার্যক্রম শুরু হয়।
প্রশ্ন-২৩. জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থার নাম কী?
উত্তর: জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থার নাম আন্তর্জাতিক আদালত ।
প্রশ্ন-২৪. প্রতিষ্ঠাকালে কতটি সদস্যপদ নিয়ে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যাত্রা শুরু করে?
উত্তর: প্রতিষ্ঠাকালে ১৮টি সদস্যপদ নিয়ে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যাত্রা শুরু করে ।
প্রশ্ন-২৫. জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন প্রতিবছর কয়বার অনুষ্ঠিত হয়? উত্তর: জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন প্রতিবছর দুইবার অনুষ্ঠিত হয় ।
জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা
প্রশ্ন-২৬. কত সালে UNIKOM (United Nations Iraq - Kuwait Observation Mission) গঠিত হয়?
উত্তর: ১৯৯১ সালে UNIKOM গঠিত হয় ।
প্রশ্ন-২৭. কত সালে হাঙ্গেরিতে গণঅভ্যুত্থান ঘটে?
উত্তর: ১৯৫৬ সালে হাঙ্গেরিতে গণঅভ্যুত্থান ঘটে।
প্রশ্ন-২৮. উড্রো উইলসন কে ছিলেন? (ব., সি., য, কু, দি. বোর্ড ২০১৭ )
উত্তর: উড্রো উইলসন (Woodrow Wilson) মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট ছিলেন
প্রশ্ন-২৯. রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? (ঢা, রা., চ. বোর্ড ২০১৭)
উত্তর: রুজভেল্ট (Franklin Delano Roosevelt) মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ছিলেন।
জ্ঞানমূলক
৫ম অধ্যায়: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ । ইতিহস ২য় পত্র HSC
ধন্যবাদ
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে 🖤🌸
উত্তরমুছুন