জ্ঞানমূলক ৫ম অধ্যায়: হিটলার ও মুসোলিনীর উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ । ইতিহস ২য় পত্র HSC

Shahkamal
0

 জ্ঞানমূলক

প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানি

প্রশ্ন-১. কোন যুদ্ধের পর অর্থনৈতিকভবে জার্মানি দুর্বল হয়ে যায়?

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিকভাবে জার্মানি দুর্বল হয়ে যায়।

 প্রশ্ন-২. প্রথম বিশ্বযুদ্ধ পরিচালনার জন্য জার্মানির ব্যয় কত ছিল?

 উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ পরিচালনার জন্য জার্মানির ব্যয় ছিল ১৬১ মিলিয়ন মার্ক ।

 প্রশ্ন-৩. জার্মান কমিউনিস্ট দল কী নামে পরিচিত ছিল?

উত্তর: জার্মান কমিউনিস্ট দল স্পার্টাসিস্ট (Spartacist) নামে পরিচিত ছিল ।

প্রশ্ন-৪. ১৯১৬ সালে জার্মানিতে ডলার মার্ক-এর বিনিময় হার কত ছিল?

উত্তর: ১৯১৬ সালে জার্মানিতে ডলার মার্ক-এর বিনিময় হার ছিল ১:৮.৯।

 ওয়েমার প্রজাতন্ত্র ও জার্মানি

প্রশ্ন-৫. ওয়েমার সংবিধানে কত কক্ষবিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়?

 উত্তর: ওয়েমার সংবিধানে দুই কক্ষবিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয় । 

প্রশ্ন-৬. ওয়েমার সংবিধান কেমন ছিল?

উত্তর: ওয়েমার সংবিধান ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ৷

প্রশ্ন-৭. আর্যদের মধ্যে শ্রেষ্ঠ কারা?

উত্তর: আর্যদের মধ্যে শ্রেষ্ঠ নর্ডিকরা।

 জার্মানিতে নাৎসিবাদ ও হিটলারের উত্থানের কারণ

প্রশ্ন-৮. নাৎসিবাদের জনক কে?

উত্তর: নাৎসিবাদের জনক এডলফ হিটলার।

প্রশ্ন-৯. কত সালে জার্মানিতে নাৎসিদল সরকার গঠন করে?

উত্তর: ১৯৩৩ সালে জার্মানিতে নাৎসিদল সরকার গঠন করে ।

প্রশ্ন-১০. 'Mein Kampf' কার লেখা?     (ব, সি., য., কু., দি. বোর্ড ২০১৭)

উত্তর: 'Mein Kampf এডলফ হিটলারের লেখা ।

প্রশ্ন-১১. ‘ফুয়েরার’ শব্দের অর্থ কী?

উত্তর: ‘ফুয়েরার’ শব্দের অর্থ নেতা ।

প্রশ্ন-১২. গেস্টাপো (Gestapo) কী?

উত্তর: গেস্টাপো এডলফ হিটলারের গোপন পুলিশ বাহিনী ।

মুসোলিনীর উত্থান: ফ্যাসিবাদ

প্রশ্ন-১৩. মুসোলিনী কে ছিলেন?     (সকল বোর্ড ২০১৫)

উত্তর: মুসোলিনী ছিলেন ইতালিতে উৎসারিত ‘ফ্যাসিবাদ' মতবাদের জনক । 

প্রশ্ন-১৪. মুসোলিনী কোন দেশের শাসক ছিলেন?      ( সকল বোর্ড ২০১৯, ২০১৮)

উত্তর: মুসোলিনী ইতালির শাসক ছিলেন।

প্রশ্ন-১৫. কখন মুসোলিনী রোম দখল করেন?

 উত্তর: ১৯২২ সালে মুসোলিনী রোম দখল করেন। 

প্রশ্ন-১৬, কোন শব্দ থেকে Fascism শব্দের উদ্ভব? 

উত্তর: ইতালীয় শব্দ Fascio থেকে Fascism শব্দের উদ্ভব।

প্রশ্ন-১৭. Fascio শব্দের অর্থ কী?        (সকল বোর্ড ২০১৬)

উত্তর: Fascio শব্দের অর্থ হলো 'বল' বা 'শক্তি’ 1

প্রশ্ন-১৮. মুসোলিনী দলের নাম হিসেবে কোন শব্দটি ব্যবহার করেন?

 উত্তর: মুসোলিনী দলের নাম হিসেবে 'Fascio' শব্দটি ব্যবহার করেন ।

 প্রশ্ন-১৯, মুসোলিনী প্রবর্তিত মতবাদের নাম কী?

উত্তর: মুসোলিনী প্রবর্তিত মতবাদের নাম ফ্যাসিবাদ ।

প্রশ্ন-২০. ১৯২৪ সালের নির্বাচনে মুসোলিনী শতকরা কত ভোট পান? 

উত্তর: ১৯২৪ সালের নির্বাচনে মুসোলিনী শতকরা ৬৫% ভোট পান ।

 প্রশ্ন-২১. কত সালে মুসোলিনী ডিক্টেটরে পরিণত হন?

উত্তর: ১৯২৫ সালে মুসোলিনী ডিক্টেটরে পরিণত হন ।

প্রশ্ন-২২. শিফট প্রথার মাধ্যমে মুসোলিনী কোন সমস্যা দূর করেন? 

উত্তর: শিফট প্রথার মাধ্যমে মুসোলিনী বেকার সমস্যা দূর করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ

প্রশ্ন-২৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়েছিল?

 উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালে শুরু হয়েছিল। 

প্রশ্ন-২৪, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে? 

উত্তর: ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় ।

প্রশ্ন-২৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর কয়টি দেশ অংশগ্রহণ করে?

 উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর ৬১টি দেশ অংশগ্রহণ করে ।

 অক্ষশক্তি চুক্তি

প্রশ্ন-২৬. কত সালে মুসোলিনী আলবেনিয়ার সাথে তিরানা চুক্তি স্বাক্ষর করেন?

 উত্তর: ১৯২৬ সালে মুসোলিনী আলবেনিয়ার সাথে তিরানা চুক্তি স্বাক্ষর করেন।

প্রশ্ন-২৭. কত সালে ‘স্যালোনিকা' অঞ্চলের ওপর থেকে যুগোশ্লোভিয়া তার দাবি ত্যাগ করতে বাধ্য হয়? 

উত্তর: ১৯২৯ সালে ‘স্যালোনিকা' অঞ্চলের ওপর থেকে যুগোশ্লোভিয়া তার দাবি ত্যাগ করতে বাধ্য হয়। 

প্রশ্ন-২৮. কত সালে ফ্রাঙ্কো-ইতালি চুক্তি স্বাক্ষরিত হয়?

 উত্তর: ১৯৩৫ সালে ফ্রাঙ্কো-ইতালি চুক্তি স্বাক্ষরিত হয়।

 প্রশ্ন-২৯. কত সালে মুসোলিনী ফ্রান্স আক্রমণ করেন?

 উত্তর: ১৯৪০ সালে মুসোলিনী ফ্রান্স আক্রমণ করেন ।


 জ্ঞানমূলক

৬ষ্ঠ অধ্যায়: জাতিসংঘ ও বিশ্বশান্তি। ইতিহস ২য় পত্র HSC


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)