উত্তর:-গণবিচ্ছিন্ন থাকার কারণে রাশিয়ায় জার সরকার সামাজিক ও নৈতিক দিক থেকে চরম দুর্বল ছিল।
১৯০৫ সালে রুশ সরকার রুশ-জাপান যুদ্ধে পরাজিত হয় এবং এতে জার সরকারের দুর্বলতা প্রকাশ পায়। ফলে রাশিয়ার সর্বত্র গণতান্ত্রিক সংস্কার ও কৃষকদের হাতে জমি দেওয়ার দাবিতে বিদ্রোহ হয়। কলকারখানায় শ্রমিকরা বিদ্রোহ করে।ভূমিদাসরা ম্যানর বা জমিদার'দের খামার পুড়িয়ে দেয়। জার সরকারের দুর্বলতা এসব আন্দোলন সামাল দেওয়া যায়নি ।