জারতন্ত্র কি? জারতন্ত্র কাকে বলে? জারতন্ত্র বলতে কী বোঝায।

Shahkamal
0

 উত্তর:- বলশেভিক বিপ্লবের পুর্বে রাশিয়ায় বিদ্যমান স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনব্যবস্থাকে জারতন্ত্র  বলা হয়।

 অষ্টাদশ শতাব্দীতে রাশিয়ায় স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল ।তখন রাষ্ট্রের শাসককে জার বলা হতো। এসব  শাসককেরা সেচ্ছাচারমূলকভাবে দেশের শাসন পরিচালনা করতেন ।তারা অভিযানের অনুকুলে নীতি নির্ধারণ এবং আইন প্রণয়ন করতেন। রাশিয়াতে প্রচলিত এই স্বৈরাচারমূলক শাসনব্যবস্থাই জার নামে পরিচিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)