সারমর্ম
দৈন্য যদি আসে, আসুক লজ্জা কিবা তাহে ?
মাথা উঁচু রাখিস।
সুখের সাথি মুখের পানে যদি নাহি চাহে,
ধৈর্য ধরে থাকিস।
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে,
বুক ফুলিয়ে দাঁড়াস ।
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে ,
ঊর্ধ্বে দু’হাত বাড়াস।
উত্তর: - অভাব-অনটন, দুঃখ দৈন্য ইত্যাদিকে জয় করে, ভয় ও লজ্জাকে বিসর্জন দিয়ে এগিয়ে চলাতেই জীবনের সার্থকতা । বস্তুত অটল মনোবলে প্রতিকূলতা মোকাবিলা করে এবং ধৈর্য, সাহস ও দৃঢ়তা দিয়ে দৈন্যকে জয় করে মানুষকে এগিয়ে যেতে হয়।