উত্তর: কম্পাইলার ্ও ইন্টারপ্রেটার উভয় উচ্চস্তরের ভাষায় লেখা উস প্রোগ্রামে রুপান্তর করে। এক্ষেত্রে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে মেশিন ভাষায় অনুবাদ করে । কম্পাইলার ইন্টারপ্রিটারের চেয়ে দ্রুত গতিতে কাজ করে।এর ভুল শনাক্তকরণ পদ্ধতি উন্নত এবং এক্সিকিউশন পারফরমেন্স ভালো । এছাড়াও এর সিকিউরিটি উন্নত ।
ইন্টারপ্রেটারের তুলনায় কম্পােইলার সুবিধাজনক - কথাটি ব্যাখ্যা কর। HSC-ICT
0